Studypress News

বাংলা ভাষা ও সাহিত্য: বাংলা গদ্যের উৎপত্তি, সাহিত্যকর্ম ও ফোর্ট উইলিয়াম কলেজ

28 Mar 2017

# কলকাতায় শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় = ১৮০০ সালে।

# কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় = ৪মে ১৮০০ সালে।

# ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন = লর্ড ওয়েলেসলি।

# কত সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল = ১৮৫৪ সাল।

# ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়েছে = ২৪মে ১৮০১ সালে।

# ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান হেড পন্ডিত কে ছিলেন = উইলিয়াম কেরি।

# ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থ রচনার সময়কাল = ১৮০১- ১৮১৫ পর্যন্ত।

# বাংলা মুদ্রাক্ষর আবিষ্কার করেন কে = পঞ্চানন কর্মকার।

# শ্রীরামপুর মিশনে মুদ্রনযন্ত্র স্থাপন করা হয় = ১৮০০ সালে।

# ফোর্ট উইলিয়াম কলেজের কার্যক্রম শুরু হয় কখন = ২৪ নভেম্বর ১৮০০ খ্রিস্টাব্দ।

# উইলিয়াম কেরি কি কি গ্রন্থ রচনা করেছেন = কথোপকথন (১৮০১) , ইতিহাসমালা (১৮১২)

# হরপ্রসাদ রায়ের রচনা = পুরুষ পরীক্ষা (১৮১৫)

# উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কি = ব্যক্তিগত জীবনদর্শন ও জীবানুভূতি।

#  বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস = দুর্গেশনন্দিনী (১৮৬৫)

#  বাংলা সাহিত্যে কোনটিকে প্রথম উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় = প্যারীচাঁদ মিত্রের

"আলালের ঘরে দুলাল"

#  বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস = কপালকুন্ডলা।

# বাংলা সাহিত্যে একমাত্র কাব্যধর্মী উপন্যাস কোনটি = বিষাদ সিন্ধু।

# বাংলা সাহিত্যে প্রথম মুসলমান লেখক কতৃক রচিত উপন্যাস = রত্নাবর্তী।

# আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপনিবেশিক কে = স্বর্ণকুমারী।

# শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাস টি সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল = পথের দাবী।

#  উপজাতিদের নিয়ে লেখা উপন্যাস = কর্ণফুলী।

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার